1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ইকুয়েডরে বন্দুকযুদ্ধে শিশুসহ নিহত ১০ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০:১১ পূর্বাহ্ন

ইকুয়েডরে বন্দুকযুদ্ধে শিশুসহ নিহত ১০

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলা, ২০২৩

ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের দুথটি এলাকায় মাদক পাচারকারী চক্রের মধ্যে রোববার রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধে ১০ জন নিহত ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপির।

খবরে বলা হয়, নগরীর দারিদ্রপীড়িত দুথটি এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। সেখানে গত এপ্রিল থেকে কমপক্ষে তিনটি অনুরূপ হামলা হয়।

সোমবার প্রসিকিউটরের দপ্তর জানায়, নগরীর দক্ষিণে সিয়েতে লাগোসে প্রথম বন্দুক যুদ্ধের ঘটনায় চারজন নিহত ও ১০ আহত হয়। আহতদের মধ্যে ২, ১৩ এবং ১৪ বছর বয়সী তিন শিশু রয়েছে।

এদিকে গুয়াকুইলের উত্তরে দ্বিতীয় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে ছয়জন প্রাণ হারায়।

ইকুয়েডরে বিশেষকরে গুয়াকুইলে এ ধরনের হামলা বারবার ঘটতে দেখা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী মাদক চক্র মাদকের বাজার ও রুটগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য লড়াই জোরদার করায় এমনটা ঘটছে।

ইকুয়েডরের মোট এক কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩০ লাখ মানুষ বসবাসকারী এ বন্দর নগরী যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মাদক পাচারের একটি ঘাঁটি হয়ে উঠেছে।

ইকুয়েডর হচ্ছে বিশ্বের শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া ও পেরুর মধ্যবর্তী স্থানে অবস্থিত। দেশটি মাদক ব্যবসার সুবিধার জন্য মার্কিন ডলার তাদের দেশের মুদ্রা হিসেবে ব্যবহার করে থাকে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST