1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আড়ি পেতে সরকার অনৈতিক কাজ করেছে: জাফরুল্লাহ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৭ মে ২০২৫, ০২:০১ অপরাহ্ন

আড়ি পেতে সরকার অনৈতিক কাজ করেছে: জাফরুল্লাহ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

খবর ২৪ ঘন্টা ডেস্ক : 

ফোনালাপে আড়ি পেতে অনভিপ্রেত কাজ এবং তা প্রচার করে সরকার অনৈতিক কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার বিকালে সাভারের আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সরকারের উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘আপনারা এ জাতীয় অনৈতিক কাজকে সমর্থন করেছেন। এটা আপনারা পারেন কিনা তা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন’।

গণস্বাস্থ্য কেন্দ্রে সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘কিছু লোক গণস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে প্রবেশ করে মেয়েদের কক্ষে গিয়ে তাদের গায়ে হাত দিয়েছে। আমি বলেছি তোমরা নারী নির্যাতনের মামলা করোনি কেন? আমার বাড়িতে আগুন দিয়েছে আমি আগুন নিভাতে বলেছি। আমি বলেছি তোমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে।’

প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে এর জন্য ফোনে পরামর্শ দেয়া দোষের কিছু নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ফোনালাপে নিজেদের অস্তিত্ব বাঁচাতে গণস্বাস্থ্যের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এটা কাটছাট করে প্রকাশ করে সরকার অনৈতিক কাজ করেছে।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আমার একটা যোগাযোগ আছে। এটা দেশের জন্য মঙ্গলকর অবস্থা নিয়ে আসবে। ঐক্য সৃষ্টির পিছনে আমার একটা ভূমিকা আছে। এজন্য অনেকেই চায় না দেশে শান্তি বিরাজ করুক। সরকারী মহল এবং গোয়েন্দা মহল এজন্য সন্তুষ্ট না। তারা জজ মিয়া নাটক সাজিয়ে দেশে বিবাদমান পরিস্থিতি বিরাজমান রাখতে চায়।’ একটা বিশেষ মুহুর্তের সুযোগ নিয়ে কিছু লোক গণস্বাস্থ্যের জমি দখলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জাফরুল্লাহ।’

খবর ২৪ ঘন্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team