1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আড়ানী উচ্চবিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০:৫১ পূর্বাহ্ন

আড়ানী উচ্চবিদ্যালয়ের বিদায় ও বরণ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহীনি উচ্চবিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে।রোববার(২৮- ০১-১৮) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়  পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান মতি। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আড়ানী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী।সহকারি শিক্ষক কামরুল হাসান জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, অভিভাবক সদস্য রেজাউল করীম, বিদ্যালয়ের সহকারি সিনিয়র শিক্ষক আবদুল হান্নান, জাহিদ হোসেন, নবীর ইসলাম বাবু, জালাল উদ্দিন, লিমা খাতুন, শিক্ষার্থী রিফা তাসফিয়া তাহসিন অবণী প্রমুখ।

অনুষ্ঠানে দশম, নবম, অষ্টম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নবাগত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুলে ষ্টিক দিয়ে বরণ করে নেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র মুক্তার আলী শিক্ষার্থীদের খেলাধুলা সামগ্রী বাবদ ২০ হাজার টাকা অনুদান দেয়ার প্রত্যায় ব্যক্ত করেন।এছাড়া তিনি মাদককে না বলে, শিক্ষা জীবন সফল-সার্থক ও গৌরবময় হোক, এই বিদ্যালয়ের শিক্ষা নিয়ে দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার পরামর্শ দেন শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ে জেলায় শ্রেষ্ঠ ও বায়োলজীতে অংশ গ্রহণকারী শ্রেষ্ঠ শিক্ষার্থীদের কেষ্ট উপহার দেয়া হয়।
এছাড়া বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি আগামী ২ ও ৩ মার্চ সম্ভাব্য তারিখ নির্ধারন করে প্রচারণা শুরু করা হয়েছে বলে জানানো হয়। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST