খবর ২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন চূড়ান্ত করতে ২০ দলীয় (সম্প্রসারিত ২৩ দল) জোটের বৈঠক আজ।
সন্ধ্যা ৬ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
কোন দল কত আসনে জোটের মনোনয়ন পাবে আজই সেটি চূড়ান্ত হবে বলে জানা গেছে। জোটের নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা হবে।
জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সেলিম জানান, আজকের বৈঠকেই জোটের আসন বণ্টনের বিষয়টির সুরাহা হতে পারে। এর বাইরে আরও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।
খবর ২৪ঘণ্টা/ নই