একদিনে এক নাটকের জন্য নতুন তিনটা গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলো দীপ্ত টিভির -বকুলপুর সিজন- ২ ধারাবাহিক নাটকের গান। তিনটি গানই সুর করেছেন ও লিখেছেন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু।
গানগুলোতে কন্ঠ দিয়েছেন লেমিস, তসিবা, আসমা দেবযানী । গানগুলোর সংগীত পরিচালনা করেছেন চঞ্চল। তিনটি গানেরই বকুলপুর” নাটকের ভিজুয়াল শূটিং আজ থেকে মানিকগঞ্জে চলছে । নাটকের এই গানগুলোর জন্য আলাদা স্টেজ, সেট তৈরি করা হয়েছে, যাত্রা পালার গল্পের গাঁথুনি নিয়ে তৈরি করা গানগুলো বেশ মজার ও নাচের।
বকুলপুর সিজন- ২ নাটকের পরিচালক কায়সার আহমেদ বলেন- দেশের শেকড় সংস্কৃতির যাত্রা শিল্পকে নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টায় -বকুলপুর” নাটকের নির্মাণ ভাবনা। ইতিমধ্যে বকুলপুর “নাটকটি নিয়ে দেশ বিদেশের মানুষ বেশ উপভোগ করছেন। খুব ভালো সাড়া পাচ্ছি বকুলপুর নাটকটি নিয়ে।
বিএ/