নিজস্ব প্রতিবেদক : ‘মন করেছি চুরি’ শিরোনামে নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন আলম আরা মিনু। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে গানটির রেকর্ডিং মগবাজারের এক স্টুডিওতে সম্পন্ন হয়েছে। গানটি রেকর্ডিং করা হয়েছে পরিচালক কায়সার আহমেদের নতুন একটি নাটকের জন্য। গানটির সংগীত করেছেন চঞ্চল। বেশ রোমান্টিক এই গানটি গাওয়ার অনুভূতি জানতে আলম আরা মিনু বলেন- একদম অল্প অল্প কথামালায় সাজানো চমৎকার সুন্দর একটি প্রেমের গান গাইলাম। বরাবরই আশিক বন্ধু ভালোই লিখেন।
এর আগেও আশিক বন্ধুর কথায় প্রথমবার চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়েছিলাম। এখন নাটকের গান গাইলাম। আর কায়সার আহমেদ একজন গুণী পরিচালক, তার নাটকের জন্য প্রথমবার গান করলাম। তাই বিশেষভাবে আনন্দিত আমি। নাটকের গান দিয়ে অনেকদিন পর ফিরলাম। এখন নাটক সিনেমা অডিও সবখানে অনেক বেশি গান গাইতে চাই’
বিএ