বিনোদন প্রতিবেদক : একদিনে আশিক বন্ধুর লেখা ও সুরে নতুন পাঁচটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে ঢাকার মগবাজারের স্টুডিওতে। গানগুলোতে কন্ঠ দিয়েছেন কানিজ সুবর্ণা, শওকত আরা আঁখি ও নাজমীন নাজু। গানগুলোর রেকর্ডিং হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। পাঁচটি গানের এই প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুহৃদ জাহাঙ্গীর। ক্যামেরায় ছিলেন শহীদ। সংগীত করেছেন চঞ্চল।
একদিনে নতুন পাঁচটি গানের রেকর্ডিং প্রসঙ্গে বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু বলেন- এটি যেমন খুব পরিশ্রমের কাজ, তেমনি খুব আনন্দের সংবাদ। কারণ নতুন মৌলিক পাঁচটি মৌলিক গানের রেকর্ডিং একদিনে করা অত্যন্ত কঠিন বিষয়। তারমধ্যে অডিও রেকর্ডিং এবং স্টুডিও ভার্সন ভিডিও সহ সম্পূর্ণ কাজ শেষ করা হয়েছে। খুব গুছিয়ে আগে থেকে শিডিউল মেইনটেইন করে সময়টাকে যথাযথ কাজে লাগিয়ে একটার পর একটা গান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অডিও রেকর্ডিং এবং ভিডিওর কাজ অত্যন্ত সুন্দর ও সফল হয়েছে। পাঁচটি গানের এই প্রজেক্টে চমৎকার মিষ্টি কন্ঠে কানিজ সুবর্ণা গেয়েছেন একটি, নাজমীন নাজু একটি এবং শওকত আরা আঁখি একাই গেয়েছেন তিনটি গান। এখন গানগুলোর মিক্সড মাস্টার শেষে প্রকাশ হবে খুব শীঘ্রই।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।