সুখের মুহূর্ত” শিরোনামে নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন সারেগামাপা খ্যাত অবন্তী সিঁথি। গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। সুর সংগীত করেছেন সুৃমন কল্যাণ।
রেকর্ডিং শেষে কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি বলেন- সুখের মুহূর্ত” গানটা একদম এই সময়ের আধুনিক সিনেমার গানের মতো বেশ সুন্দর মেলোডি কথা সুরের গান। গেয়ে দারুণ শান্তি পেলাম। আশিক বন্ধু’র লেখা এই গানটা আশা করছি দর্শকরা বেশ শুনবে, গানটা অনেক জনপ্রিয়তা পাবে। প্রযোজক এ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলুর তত্ত্বাবধানে আগামী সপ্তাহে গানটির মিউজিক্যাল ফিল্মের শূটিং হবে চট্টগ্রামে। এবং কোরবানি ঈদ উপলক্ষে গানটি প্রকাশ হবে- বন্ধু মিউজিক স্টেশন” এর চ্যানেলে।
বিএ…