নাটোর প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হলেন নাটোরে জেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. সোহেল রানা। গত শনিবার (১৭মার্চ) বগুড়ায় জাতীয় পাটির সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় পাটির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এর বক্তব্য শুনার জন্য নাটোরে জাতীয় পাটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. সোহেল রানা ও বাগাতিপাড়া উপজেলার জাতীয় ছাত্রসমাজ সভাপতি সজিব আহমেদ বগুড়া যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।
এসময় তার বাম পা ও বাম হাতে গুরুতর আঘাত পান। পরে তাকে এলাকাবাসি লোকজন উদ্ধার করে স্থানীয়ও একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ডাক্টার তাকে বেড রেষ্টে থাকার জন্য পরামর্শ প্রদান করেন। মঙ্গলবার গত চার দিন হল তিনি অসুস্থ, হাত পায়ে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ