খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: চলতি মাসের ২ ফেব্রুয়ারি প্রথা ভেঙে দৌলতদিয়ার একজন যৌনকর্মীর জানাজা পড়িয়ে আলোচনার কেন্দ্রে এসেছিলেন মসজিদের ইমাম। তিনি বলছেন, তিনি ভবিষ্যতে আর কখনও কোনো যৌনকর্মীর জানাজা পড়াবেন না।
দৌলতদিয়া রেলস্টেশন মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, হামিদা বেগমের জানাজা পড়ানোর পর তিনি স্থানীয়ভাবে সমালোচনার মুখে পড়েছেন।
যদিও যৌনকর্মীদের জানাজা বা দাফনের ব্যাপারে কোনো ধর্মীয় বিধিনিষেধ আছে কি-না, তেমন কিছু উল্লেখ করছেন না মোস্তফা, কিন্তু তিনি বলছেন তিনি এই জানাজা পড়াতে রাজি ছিলেন না, স্থানীয় পুলিশের কর্মকর্তাদের অনুরোধে তিনি পড়িয়েছিলেন।
তিনি আরও বলেন, এইখানে তো সমালোচনা হচ্ছে। গ্রামের লোক, দোকানদার সবাই আমার সমালোচনা করছে। এতদিন জানাজা হয়নি, আমি কেন হঠাৎ করে জানাজা পড়াইলাম?
‘ভবিষ্যতে আর জানাজা পড়ানোর নিয়ত নেই। বিভিন্ন আলেমের সঙ্গেও কথা বলছি। তারাও নিষেধ করছে। পল্লীর লোকেরা অন্য কাউকে দিয়ে জানাজা, দাফন করাইতে পারে। কিন্তু আমাকে পাবে না।’
সূত্র : বিবিসি বাংলা
খবর২৪ঘন্টা/নই