খবর ২৪ঘণ্টা ডেস্ক: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন নিয়ে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ আগস্ট পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
রবিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আরপিও সংশোধন নিয়ে ইসির ৩৫তম বৈঠক শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়েও থাকছে আলোচনায়। এ নিয়ে পরবর্তী বৈঠক ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত হবে কোন কোন ধারা পরিবর্তন আনা হবে।
‘এরপর প্রস্তাবিত ধারাগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় সবকিছু ঠিক ঠাক করে পাঠাবে সংসদে। সেখানে এটি পাস হলে আইনে পরিণত হবে।’
বর্তমান সরকারের মেয়াদে আরপিও সংশোধনের খুব একটা সুযোগ থাকছে না। আগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। বলা হচ্ছে, এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন।
খবর ২৪ঘণ্টা/ নই