নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম বারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আরএমপির পুলিশ লাইন্সের পিওএম হলরুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আরএমপি থেকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলিজনিত এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী, ডিসি বোয়ালিয়া আমির জাফর, ডিসি মতিহার সাজিদ হোসেন, ডিসি পিওএম সাইফুল ইসলাম, নগর পুলিশের মুখপাত্র এডিসি ইফতেখায়ের আলম প্রমূখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক গম্ভীর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অফিসার ও ফোর্সবৃন্দ পুলিশ কমিশনারের প্রতি তাদের অনুভ‚তি ও ভালোবাসা ব্যক্ত করেন। এ সময় পুলিশ কমিশনারকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) গত ২০১৮ সালের ২ জুলাই আরএমপিতে যোগদান করেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বড় ধরণের সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করেন। তিনি জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে রাজশাহী মহানগর এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
খবর ২৪ ঘন্টা/আর