বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) নগরীর ভেড়িপাড়া মোড়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
র্যালিটি ভেড়িপাড়া মোড় থেকে শুরু হয়ে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। র্যালীর পূর্বে প্রধান অতিথি বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় সাথে ছিলেন আরএমপির পুলিশ কমিশনার আনিসুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার আনিসুর রহমান। এসময় পুলিশ কমিশনার প্রধান অতিথিসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপ্যাল মীর রেজাউল আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক, রাজশাহী রেঞ্জের ডিআেইজি আব্দুল বাতেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল প্রমূখ।
বিএ/