নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার সাজিদুল হোসেনের করোনা পজিটিভ হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা তার করোনা পজিটিভ হয়। এর আগে তিনি ৬ জুলাই নমুনা দিয়েছিলেন। একই দিন তার সাথে আজ আরো ৮ জন পুলিশ সদস্য করোনা পজিটিভ হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার রাতে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, আজ রামেক হাসপাতালে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এর আগে বোয়ালিয়া জোনের অন্তর্গত রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন পজেটিভ হয়। তবে রাজশাহীতে যে কয়েকজন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে উপ-পুলিশ কমিশনার পর্যায়ের একমাত্র কর্মকর্তা হিসেবে তিনি শনাক্ত হলেন।
এমকে