নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হেমায়েতুল ইসলামের কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাম স্বাক্ষরিত
রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলির আদেশ দেয়া হয়। এ আদেশে পুলিশ সুপার পদমর্যদার ২৬ কর্মকর্তার বদলির আদেশ দেয়া হয়েছে। ডিসি হেমায়েতুল ইসলাম আরএমপিতে যোগদানের পর ডিসি পিওএম, ডিসি ট্রাফিক ও আরএমপির শাহমখদুম জোনের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার এ বদলির আদেশ দেয়া হয়।
আর/এস