নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং অন ফায়ারিং আরর্মস (৫ম ব্যাচ) উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে আরএমপি রাজশাহী’র ট্রেনিং স্কুলে Training on Firing of Arms (৫ম ব্যাচ) উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। ৫ দিন ব্যাপি এই কোর্সে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আরএমপি কমিশনার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। Hands Free পুলিশিং, Tactical বেল্ট প্রচলনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ আধুনিকতার যুগে প্রবেশ করেছে।
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে যুগোপযোগী করার জন্য পুলিশের আধুনিকায়ন চলছে। এই আধুনিকায়ন এর সাথে তাল মিলিয়ে প্রত্যেককে নিজেকে গড়ে নিতে হবে। প্রশিক্ষণের কোন বিকল্প নাই। প্রশিক্ষণ গ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে জনগণকে মান সম্মত ও কাঙ্খিত সেবা প্রদান করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম), মনিরুল ইসলাম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) প্রমুখ।
এস/আর