পাবনা ব্যুরো: পাবনায় মাত্র ১০ বছরের শিশু সোহানকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সদর থানা পুলিশ সোমবার বিকেলে শহরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান গোপালচন্দ্র ইন্সটিটিউশন (জিসিআই স্কুল) এর আম বাগান থেকে সোহানের মরদেহ উদ্ধার করেছে।
নিহত শিশু সোহান সদর উপজেলার বাংলা বাজার এলাকার মো. রিপনের ছেলে। এদিকে সোহান হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিসিআই স্কুলের বাগানে ফুল গাছের আড়ালে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। প্রথমে শিশুটির নাম পরিচয় পুলিশ জানতে পারেনি। সন্ধ্যায় খবর পেয়ে সোহানের পরিবার থানায় এসে তাকে শনাক্ত করেন।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, শিশুটির গলায় ধারালো ছুরি দিয়ে জবাই করা হয়েছে। ধারণা করা হচ্ছে স্কুলের গাছের কাঁচা আম খাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে তাকে হত্যা করা হতে পারে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।
পাবনা সদর থানা পুলিশের ওসি নাসিম আহমেদ জানান, ঘটনাটি হৃদয়বিদারক।এতটুকু শিশুকে এভাবে গলা কেটে কেউ হত্যা করতে পারে-তা ভাবতে কষ্ট হয়।
তিনি বলেন, হত্যার রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।প্রাথমিকভাবে ৩ জনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এবং তারা শিগগিরই আটক হবে।
ওসি জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।মঙ্গলবার সকালে ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল।
খবর২৪ঘন্টা/নই