নিজস্ব প্রতিবেদক: সাইক্লোন আম্পানের প্রভাবে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় রাতভর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বিভিন্ন গাছের আম ঝরে ও পড়ে গেছে সেই সাথে যেগুলো কর্তন করা হয়নি সেগুলোর কিছুটা ক্ষতি হবে। বুধবার সকাল থেকেই আবহাওয়া বিরূপ থাকলেও দুপুরের থেকে শুরু হয় বৃষ্টি। মাঝখানে কিছুক্ষণ বিরতি দিয়ে
সন্ধ্যা থেকে প্রায় রাত ভর বৃষ্টিপাত শুরু হয়। রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীতে ঝড়-বৃষ্টি অব্যাহত ছিল। মাঝেমধ্যে থেমে থেমে বৃষ্টি ও ধরে পরিমাণ কমলেও মাঝেমধ্যে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি হচ্ছিল। বুধবার সন্ধ্যার পর থেকেই রাজশাহী জেলা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এমকে