1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আবেদন এক লাখ টাকার,পেলেন ২৪৩ কোটি টাকা! - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

আবেদন এক লাখ টাকার,পেলেন ২৪৩ কোটি টাকা!

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে রনাঙ্গনে লড়াই করেছেন ক্যাপ্টেন মুর। ৩০ এপ্রিল নিজের বয়সের সেঞ্চুরি পূরণ করবেন। তার আগে জীবনের একেবারে শেষ বয়সে এসে আবারও রনাঙ্গনে নামলেন শতবর্শী ব্রিটিশ নাগরিক ক্যাপ্টেন মুর।

একদিন আগেই তার সম্পর্কে রিপোর্ট প্রকাশ হয়েছে, ‘৭৫ বছর পরও মানুষের জন্য লড়াইয়ে নামলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্যাপ্টেন।’ সেখানেই লেখা হয়েছে, ‘জাস্টগিভিং’ পেজের মাধ্যমে করোনার বিরুদ্ধে ব্রিটেনে লড়াইরত ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তিনি কিছু অর্থ সংগ্রহ করতে চান।

বিনিময়ে তিনি তার বাড়ির বাগান ১০০বার প্রদক্ষিণ করার ঘোষণা দেন। তার এই আবেদন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রায় সমস্ত মিডিয়ায়। যে কারণে অভূতপূর্ব সাড়া মেলে।

নধষষ

মাত্র এক সপ্তাহের ব্যবধানে তার আবেদনে সাড়া দিয়েছেন ৫৩টি দেশের মানুষ। ১০০০ ব্রিটিশ পাউন্ড সংগ্রহের লক্ষ্য নিয়ে আবেদন করা হলেও বৃহস্পতিবার পর্যন্ত- মাত্র এক সপ্তাহের ব্যবধানে তার অ্যাকাউন্টে অনুদান জমা পড়েছে ১৪ মিলিয়ন (১ কোটি ৪০ লাখ) পাউন্ড। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ছিল ১৪৮ কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৭৬৮ টাকা।

দুই দিন পর তার অ্যাকাউন্টে অনুদান যোগ হয়েছে আরও প্রায় ১০ মিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে শনিবার পর্যন্ত মাত্র ৯ দিনে ক্যাপ্টেন মুরের অনুদানের ফান্ডে জমা হয়েছে ২৩ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ২৪৩ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ৬৬০ টাকা।

ক্যাপ্টেন মুরের এই মানবিক আবেদনের সঙ্গে যোগ দিয়েছেন ব্রিটেনের নামকরা সঙ্গীতশিল্পী মাইবেল বাল। তিনি ক্যাপ্টেন মুরকে উৎসর্গ করে গাইলেন, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন (আপনি কখনোই একা হাঁটবেন না)।’ টম মুর যে বেডফোর্ডশায়ারে তার বাগান ১০০ বার প্রদক্ষিণ করার ঘোষণা দিয়েছিলেন, সেটাকে সামনে রেখেই এই গান তৈরি করলেন মাইকেল বাল। তার গানটি এখন পুরো ব্রিবেটেনের আই-টিউন চার্টের শীর্ষে অবস্থান করছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ব্রিটেনে মৃত্যুবরণ করেছে ১৫ হাজার ৪৪৪ ব্যক্তি। আক্রান্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ২১৭জন। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে করোনার বিরুদ্ধে প্রথম সারির যোদ্ধা ডাক্তার-নার্সরাও।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team