বিনোদন,ডেস্ক: আজ উইম্যানহুড পালন করার দিন৷ অগণিত মানুষের অপমান, লাঞ্ছনাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার সাহস জোগাতে বড় পর্দায় মুক্তি পেল ‘ক্রিসক্রস’৷ পাঁচটি মেয়ের জীবন, যাদের প্রতিনিয়ত লড়ে যেতে হয় সমাজের বিরুদ্ধে৷ বিরসা দাশগুপ্তের ছবিটি ইতিমধ্যেই দর্শকের উন্মাদনা কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে৷ মেয়েদের স্বাধীনতাকে সেলিব্রেট করার মাঝে শুরু হল ট্যুইটার ওয়ার৷ তাও আবার ‘ক্রিসক্রস’র নায়িকা এবং আবির চট্টোপাধ্যায়ের মধ্যে৷ এবং তাঁদের ঝগড়ায় কারণ হয়ে দাঁড়ালেন খোদ পরিচালক৷
যতটা সিরিয়াস ভাবছেন ততটা কিন্তু আদৌ নয়৷ ক্লাস ফোর ফাইভে পড়াকালীন আপনার বেস্ট ফ্রেন্ডকে অন্য কেউ নিজের বেস্ট ফ্রেন্ড বললে যেমন রাগ হত, এই ঝগড়াটাও খানিক তেমনই৷ মানছি প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক৷ তবে শিশুসুলভ মনটাকে কি আর আটকে রাখা যায়? শুরু থেকে বলা যাক৷ ছবি মুক্তি পাওয়ার আগে ‘ক্রিসক্রস’র টিমকে শুভেচ্ছা জানানোর জন্য আবির একটি ভিডিও পোস্ট করেছিলেন ট্যুইটারে৷ সেই ভিডিওতে আবির বলেছিলেন ‘ক্রিসক্রস’ টিমের মধ্যে তাঁর সবথেকে প্রিয় মানুষটি হল বিরসা দাশগুপ্ত৷ সেই নিয়েই বাঁধল গোল৷
মজার ছলে মিমি সেই ভিডিওয়র রিপ্লাইতে লিখেছেন, “ও! বিরসা দাশগুপ্ত তোমার ফেভারিট?” আর মিমির সেই জবাবে বিরসা লিখেছেন, এতদিন তাঁর কোনও সন্দেহ ছিল কিনা৷ এরপর মিমি, বিরসাকে বলেছিলেন আবিরকেই কথাটা জিজ্ঞেস করতে৷ তিনজনের এই মজার ট্যুইটার যুদ্ধ এখন সকলের হট ফেভারিট হয়ে উঠেছে৷
প্রসঙ্গত, ‘ক্রিসক্রস’র চিত্রনাট্য অনুযায়ী, ইরা, সুজি, মিস সেন, রূপা, মেহের৷ পাঁচটি মেয়ে৷ পাঁচটি জীবন৷ কিন্তু বাঁধা এক সুতোর টানে৷ প্রত্যেকে আটকে একটা জায়গায়৷ লড়াই করে সমাজে নিজের জায়গা অর্জন করে নেওয়ার জেদে আটকে তারা৷ যেখানে অসংখ্য বাঁধা পেরিয়ে পৌঁছতে হবে এক নতুন দেশে৷ স্বাধীনতার দেশে৷ পরিচালক বিরসা দাসগুপ্তের হাত ধরে টলিউডে পাড়ি দিল ওম্যানহুড৷
ইরার চরিত্রে মিমি চক্রবর্তী৷ পেশায় একজন ফোটোগ্রাফার৷ ফোটোগ্রাফিই তার প্যাশন৷ কিন্তু সমস্যা ইরার বয়ফ্রেন্ডকে নিয়ে৷ বয়ফ্রেন্ডের চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী৷ যে একেবারেই ইরার পেশাগত জগৎটাকে বুঝতে চায় না৷ এমনকি আল্টিমেটামও দেয় ইরাকে সে, “হয় অফিস নয় আমি”৷ তবে এসব হুমকি দমে যাওয়ার মেয়ে ইরা নয়৷ বিয়ের পর কাজ ছেড়ে সারাটা জীবন নষ্ট করতে চায় না সে৷
পাঁচটি মেয়ের লড়াই নিয়ে তৈরি ‘ক্রিসক্রস’র ছবির চিত্রনাট্য৷ মহিলাকেন্দ্রিক ছবি বললে ভুল হবে৷ মেয়েদের স্বাধীনতা, সম্মানকে বাঁচিয়ে রাখার চেষ্টা৷ সমাজে মেয়েদের গুরুত্বকে বোঝানো হয়েছে এই ছবিতে৷ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ঋদ্ধিমা ঘোষ চক্রবর্তী, গৌরব চক্রবর্তী সহ অনেকে৷
খবর২৪ঘণ্টা.কম/জেএন