1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আবারও সেনা ক্যাম্পে হামলা, জঙ্গির গুলিতে সেনা আহত। - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

আবারও সেনা ক্যাম্পে হামলা, জঙ্গির গুলিতে সেনা আহত।

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ

ফের সেনা ক্যাম্প টার্গেট করে হামলা চালাল সন্দেহভাজন জঙ্গিরা৷ পুলওয়ামায় ত্রালের বাজওয়ানিতে গতকাল রাতে এই ঘটনা ঘটেছে৷ যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি ধরা পড়ার খবর বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷

এদিকে অন্য একটি রিপোর্ট জানাচ্ছে, গতকাল সন্ধ্যাতে মধ্য কাশ্মীরের বুদগামে জঙ্গি হামলার ঘটনায় এক স্পেশাল পুলিশ অফিসার আহত হয়েছেন৷ ঘটনাটি বুদগামের চারিশরিফের চ্রাওনি এলাকায় ঘটেছে৷ এদিকে, সেনার ২২ আরআর, স্পেশাল অপারেশন গ্রুপ এবং, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের যৌথ বাহিনী রবিবার ভোর থেকে জঙ্গি তল্লাশি অভিযানে নেমেছে৷ সোপোরের জালুরা এলাকা ঘিরে ফেলে চলছে এই তল্লাশি অভিযান৷ মনে করা হচ্ছে এই এলাকাতেই গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কিছু জঙ্গি৷

এর আগে গত ২৬ অক্টোবর সোপোরে  এনকাউন্টারে ২ জঙ্গিকে খতম হয়৷ এক জওয়ানও শহিদ হন৷ পরিস্থিতি মোকাবিলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়৷ বন্ধ রাখা হয় স্কুল-কলেজও৷

তার ঠিক আগেই বৃহস্পতিবার বারামুলাতে জঙ্গিনিধনে সফল হয় সেনাবাহিনী৷ এনকাউন্টারে জঙ্গি নিকেশ করা হয়৷ মনে করা হচ্ছে, তারা লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত ছিল৷ বেশ কিছু অস্ত্রও উদ্ধার হয়৷

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST