সবার আগে.সর্বশেষ  
ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

আবারও লিওনেল মেসির মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৪, ২০১৭ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রয়েল খান স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন ফুটবলার ও বার্সেলোনা তারকা লিওনেল মেসির মূর্তি ফের ভাংচুর করেছে দুর্বৃত্তরা।  এক বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এই ঘটনার পুনরাবৃত্তি হল।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির ভগ্ন মূর্তির ছবিটি ভাইরাল হয়ে পড়ে।   যেখানে দেখা গেছে, মেসির মূর্তির পা ভেঙে ফেলা হয়েছে। পথের মধ্যে সেটি পড়ে আছে। তবে কারা মেসির মূর্তি ভাঙচুর করেছে-সে সম্পর্কে কিছুই জানা যায়নি।

এর আগে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে চলতি বছরের জানুয়ারিতে এই মূতিটিই ভাংচুর করে দুর্বৃত্তরা। সেবার কোমর পর্যন্ত মূর্তিটি ভেঙে ফেলা হয়। পরে তা মেরামত করে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়। বছর না পার হতেই ফের সেটি ভেঙে ফেলল দুর্বৃত্তরা।

বুয়েন্স আয়ার্স (নগর) কর্তৃপক্ষ বলছে,  মেসির মূর্তিটি কে বা কারা ভাংচুর করেছে-সে সম্পর্কে কিছুই জানি না।

অসৎ উদ্দেশ্যে এ কার্য সাধন করা হয়েছে।

গত বছরের জুনে শতবর্ষী কোপা আমেরিকায় চিলির কাছে পেনাল্টিতে শিরোপা খোয়ানোয় হতাশায় মুষড়ে পড়েন মেসি। রাগে ক্ষোভে জাতীয় দল থেকে অবসর নেন তিনি। তাকে ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণ করে আর্জেন্টিনা। এর প্রেক্ষিতে বুয়েন্স আয়ার্সে মূর্তিটি স্থাপন করেন নগর কর্তৃপক্ষ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।