খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিলিটারি একাডেমিতে ভারী গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে দ্য মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বরাতে খবর দিয়েছে বিবিসি।
ঘটনার পরপরই আফগান নিরাপত্তা বাহিনী ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। হতাহতের সঠিক পরিসংখ্যানও পাওয়া সম্ভব হয়নি। হামলার বিষয়ে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন স্থানীয় সময় ভোর পাঁচটায় গোলাগুলির শব্দ পাওয়া যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ