খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে দাশস-ই-আরশী জেলায় আফগান নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টে বৃহস্পতিবার তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে আট জন নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। জেলা গভর্ণর নাসরুদ্দিন নাজারি সাদি এ কথা জানান। খবর সিনহুয়া’র।
সাদি বলেন, ‘তালেবান জঙ্গিরা আজ ভোরে দাশত-ই-আরশী জেলার কালতারাশ এলাকায় সেনা নিরাপত্তা চৌকিতে হামলা শুরু করে।’
এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন তালেবান জঙ্গি হতাহত হয়েছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/নজ