খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে রাজধানী কাবুলের একটি শিয়া কালচারাল ও ধর্মীয় সংস্থায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে এ হামলার ঘটনা ঘটে। কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই এলাকায় দুটি বিস্ফোরণের পর এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ