খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় জেট এয়ারলাইনসের একটি বিমানে দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওয়ানা দেন টাইগাররা। ভারতের রাজধানী থেকে উত্তরখণ্ডের দেরাদুনে যাবেন মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহ রিয়াদরা।
আফগানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের নিজের শেষ ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন। আর তাই দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠ থেকেও দূরে থাকতে হচ্ছে কাটার মাস্টারকে।
অন্যদিকে আইপিল শেষে দীর্ঘ ক্লান্তির পর বিশ্রামের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটির আবেদন করেন সাকিব আল হাসান। আর তাই দলের অধিনায়ককে দুই দিন ছুটি দেয়া হয়। আগামী ৩১ মে বৃহস্পতিবার দেরাদুনে যাচ্ছেন সাকিব।
এছাড়া লডর্সে বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তামিম ইকবাল। একমাত্র চ্যারিটি ম্যাচ শেষে সোজা ভারত চলে যাবেন এই হার্ড হিটার ওপেনার।
আগামী ৩, ৫ ও ৭ জুন দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় সাড়ে আটটায় শুরু হবে।
নিদাহাস ট্রফির মতো এবারের সফরেও টাইগারদের প্রধান কোচের ভূমিকায় কাজ করেছেন কোর্টনি ওয়ালশ।
বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাশ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আবু যায়েদ রাহি ও আরিফুল হক।
খবর২৪ঘণ্টা.কম/নজ