1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: গোপালগঞ্জে  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে  এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম রনি হাওলাদার (১৬)। তিনি ওই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে এবং বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম  জানান,  বনগ্রামে  আধিপত্য বিস্তার নিয়ে মোল্লা বংশের ইউসুফ মোল্লা ও শেখ বংশের আজিজুর শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আজ বৃহস্পতিবার সকালে শেখ বংশের কয়েকজন সমর্থক মোল্যা বংশের রহিম মোল্যাকে মারধর করে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়েলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ষে জড়িয়ে পড়ে। সংষর্ষে চলাকালে মোল্যা বংশের লোকজন আজিজুর শেখের বাড়ি ঘিরে ফেলে। এ সময় আজিজুর শেখ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে রনি হাওলাদার ঘটনাস্থলে নিহত হন। এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team