নাটোর প্রতিনিধি:নাটোরের সিংড়ায় আদিবাসীদের কোটা সংরক্ষনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে আদিবাসী ছাত্র পরিষদ। সোমবার সিংড়া উপজেলা চত্বরে সকাল ১১টায় শত শত আদিবাসী শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয ।আদিবাসি নেতা পরিতোষ কুমার উরাও এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি উৎপল কুমার টপ্য, জাতীয় আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক রঘুনাথ এক্কা, যুব পরিষদের সভাপতি লিটন কুমার এক্কা। এছাড়া বক্তব্য রাখেন আদিবাসী যুবনেতা যোগেশ চন্দ্র এক্কা, কৈলাস এক্কা, মাধব চন্দ্র, কৃষ্ণ কুমার এক্কা, সাগর এক্কা, গৌরাঙ্গ, সুব্রত কুমার, আদল টপ্য, আশিষ কুমার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, আদিবাসি কোটা বহালসহ আদিবাসীদের অধিকার সংরক্ষনের দাবি জানান।
খবর ২৪ঘণ্টা/ নই