মুক্তিযোদ্ধা পরিবারের আতঙ্কের মধ্যে দিন অতিবাহিত করছেন। কারণ তাদের হুমকি দেয়া ব্যক্তি আব্দুল মোমেন মানিক এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে আরো আতঙ্ক বিরাজ করছে। সিরাজগঞ্জ জেলায় অবস্থিত সিরাজগঞ্জের রোড থেকে পাবনা হাইওয়ে রাস্তার অন্তর্গত শাহজাদপুর উপজেলার উপকন্ঠ পারকোলা নামক গ্রামে বসবাস রত বীর মুক্তিযোদ্ধা পরিবার মরহুম বীর মুক্তিযোদ্ধা
কোব্বাদ হোসেন প্রাচীন রাজবাড়ী অবস্তিত পাড়কোলা গ্রামে কিন্তু মানিক নামের স্থানীয় একব্যক্তি তাদের হুমকি দিচ্ছে। ৮/১০ জন লোক নিয়ে চলাফেরা করে। তিনি সেখানে একা থাকার কারণে মানিক তাদেরকে বাড়ীর বাহির হলে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যা ও বোমা মেরে বাড়ীঘর উড়িয়ে দেবে বলে হুমকি দেয়। এ বিষয়ে ওই মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এস/আর