খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হওয়ায় জোটের অবস্থান ঠিক করতে আজ রবিবার রাতে গুলশানের কার্যালয়ে ২০ দলীয় জোটের নেতাদের নিয়ে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মূলত খালেদা জিয়ার মামলার রায়ের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে রায় ঘোষণার নির্ধারিত তারিখ ৮ ফেব্রুয়ারির আগে স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের ব্যাপারেও আলোচনা হয়েছে।
গতকাল রাত সাড়ে ৯টায় বৈঠক শুরু হয়ে চলে পৌনে ১২টা পর্যন্ত। বৈঠকের এক ফাঁকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ‘এই রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গোটা জাতি আজকে উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও ত্রুদ্ধদ্ধ। আমরা মনে করি, এটা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য এবং সকলের অংশগ্রহণে ইনক্লুসিভ ইলেকশন নষ্ট করার জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র।’
মির্জা ফখরুল বলেন, বিচারের নামে সরকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে জাতীয় স্থায়ী কমিটি।
খবর২৪ঘণ্টা.কম/রখ