ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

আজ সেয়ানে সেয়ানে লড়াই

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১২, ২০১৭ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ ঘণ্টা , স্পোর্টস ডেস্ক: আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স।

এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনাল খেলবে ঢাকা ডায়নামাইটস। আর এবারই প্রথম ফাইনালে উঠেছে রংপুর। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন।

ঢাকা কি পারবে শিরোপা ধরে রাখতে? নাকি মাশরাফির ছোঁয়ায় প্রথম শিরোপার স্বাদ পাবে রংপুর!

গতকাল জনসন চার্লসের সেঞ্চুরি আর ব্রেন্ডন ম্যাককালামের দাপুটে ব্যাটিংয়ে ৩৬ রানে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে নিয়েছে রংপুর রাইডার্স।

সাকিবের দল ঢাকা ডায়নামাইটসে যেমন আছেন এভিন লুইস, কিয়েরন পোলার্ড, শহিদ আফ্রিদি; রংপুরেও আছেন টি২০ দানব ক্রিস গেইল। ফর্মে ফিরেছেন ব্রেন্ডন ম্যাককালাম, জনসন চার্লসও। তাই লড়াইটা সেয়ানে সেয়ানেই হবে।

খবর ২৪ ঘণ্টা.কম/ রখা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।