খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ।ম্যাচটি শুরু হবে সোমবার রাত সাড়ে ৮টায়।
এদিকে শনিবার উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইনন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে জয় ঝুলিতে তুলতে পারেনি তার দল। রবিবার চারটি দল মাঠে নামলেও ছিল না বাংলাদেশি কোনো তারকার ম্যাচ।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে তাদের করা সেরা একাদশের ৫ নম্বরে রাখা হয়েছে সাকিবকে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:
১. অ্যালেক্স হেলস
২. শিখর ধাওয়ান
৩. কেন উইলিয়ামসন(অধিনায়ক)
৪. মনিশ পাণ্ডে
৫. সাকিব আল হাসান
৬. দিপক হুদা
৭. হৃদ্ধিমান শাহা (উইকেটরক্ষক)
৮. রশিদ খান
৯. ভুবনেশ্বর কুমার
১০. সিদ্ধার্থ কুয়াল
১১. সনদ্বীপ শর্মা
ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার শুরু হয় ১১তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এই আসরের লিগ পর্ব, কোয়ালিফাইয়ার ও এলিমিনেটরের লড়াই শেষে আগামী ২৭ মে ফাইনাল দিয়ে শেষ হবে টি-২০ ক্রিকেটের সবচেয়ে আর্কষণীয় এই টুর্নামেন্ট। ফাইনাল খেলা হবে মুম্বাইয়ের ওই একই স্টেডিয়ামে।
খবর২৪ঘণ্টা.কম/রখ