নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার রাজশাহীতে দুই চিকিৎসক সহ আরো ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১৫টি নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা সাইফুল ফেরদৌস পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনা আক্রান্তরা হলেন, বৃষ্টি, ফাহিমা, জাহিন তাবাসসুম, জোহরুল, ডা. সাদিয়াতুন মার্জিয়া, কোহিনুর বানু, মোনাই, মাসুদ রানা, কবির, রাকিব, শফিকুর, মেজবা, জুলফিকার আলি, মাহতাব, বকুল, হারুন, শামসুল, সেলিনা, মিসন হাসপাতালের ইব্রাহিম, মসিজুদ্দিন, হামিদুজ্জামান, ডা. শম্পা, , গোলাম আকবর, বিভাগীয় পুলিশ হাসপাতালের আনোয়ার, রাসিকের রাকেস, রাসিকের ২০ নং ওয়ার্ডের আলিয়া বুসরা ,মারুফা বিনতে শাহনাজ, শামসুল হক ও শফিকুল ইসলাম।
এমকে