খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আগামী নির্বাচনে বিএনপি আসতে চাইলে আসবে, না চাইলে আসবে না। বিএনপিকে নির্বাচনে আনতে সরকার কোনো উদ্যোগ নিতে রাজি নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। মানুষ যাকে ভোট দেবে সে দলই সরকার গঠন করবে। আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।
গত রবিবার রাতে বেসরকারি টিভি চ্যানেল একাত্তর-এ প্রচারিত এক সাক্ষাৎকারে জয় এসব কথা বলেন। একাধিক জরিপে বিএনপির চেয়ে আওয়ামী লীগ এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘জরিপে প্রতিটি বিষয়ে এখন আওয়ামী লীগ এত পর্যায়ে এগিয়ে আছে… এখানে সরকারের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা, শুধু প্রধানমন্ত্রীর না, এখানে আওয়ামী লীগের জনপ্রিয়তাও এখন বিএনপির চেয়ে বিশাল শতাংশে এগিয়ে আছে। এত বড় ব্যবধান কিন্তু আমরা ইতিহাসে কখনো দেখিনি। বাস্তব কথা হচ্ছে সেটা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় আরও বলেন, আমরা শুধু রাজনীতির ওপর প্রশ্ন করি না। আমরা মানুষকে অন্যান্য প্রশ্ন করি, আপনারা ভালো আছেন কি না, দেশ ঠিক পথে এগিয়ে যাচ্ছে কি না, আপনাদের কী কী সমস্যা আছে, সরকারের ব্যর্থতা কী। এসব আমরা জরিপ করে জানতে চাই যে দেশের মানুষ কী বলছে, ভাবছে। এখানে দেখা যাচ্ছে এখন প্রায় ৬৮ শতাংশ মানুষ ভাবছে দেশ ঠিক পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা এখন ৭৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের কোনো রাজনীতিবিদ যদি ৭৪ শতাংশ পায়, তবে সে তো উঠে নাচতে থাকবে। আওয়ামী লীগকে পছন্দ করে ৬০ শতাংশের বেশি মানুষ।’
তিনি বলেন, ‘একটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের জনপ্রিয়তা কিন্তু সব সময় একটু কম থাকে। আওয়ামী লীগ এখন খুবই জনপ্রিয়। সেখানে যদি বিএনপির সঙ্গে তুলনা করি তবে তারা ২০ শতাংশে আছে, ২৫ শতাংশে আছে। খালেদা জিয়া এখন ৩০ শতাংশ, ৪০ শতাংশের ওপর উঠতে পারছেন না। ভোটের সংখ্যায় আওয়ামী লীগের ভোট তো বেড়েছেই, তবে বিএনপির ভোট কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। এখন আমাদের জরিপে যখন জিজ্ঞেস করা হয় কাকে ভোট দেবেন, সামান্য শতাংশ মানুষ বলে, বিএনপিকে ভোট দেব।
খবর২৪ঘণ্টা.কম/রখ