নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নং ওয়ার্ডের বার্ন ইউনিটে ভর্তি Plexiforw Neurofibrowa রোগে আক্রান্ত মেহেরীন আকতার স্বর্নালীর আগামীকাল সকাল ১০টায় অপারেশন শুরু হবে। তার অপারেশেনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার আফরোজা নাজনীন জানান। অপারেশন করতে দীর্ঘ সময় লাগবে। তিনি বলেন কোন কারণে অপারেশন না হলে পূণরায় এক সপ্তাহ পিছিয়ে যাবে। তবে তারা আজকেই অপারেশন করবেন বলে জানান। তিনি বলেন স্বর্নালীর সকল প্রকার খরচ মেডিকেল কর্তৃপক্ষ বহন করছেন। একসাথে সকল টিউমার তার হাতে থেকে অপসারণ করা সম্ভব নয় বলে তিনি জানান। প্রথম অপারেশনের ৬ মাস পরে আবার অপারেশন করে তার অন্য টিউমার গুলো অপসারণ করা যেতে পারে তিনি নিশ্চিত করেন।
তিনি বলেন এরকম অপারেশন তিনি পূর্বেও করেছেন। তারা সবাই ভাল আছে। এর বেলাতেও ভাল অপারেশন হবে তিনি আশা ব্যাক্ত করেন। স্বর্নালীর বাড়ি পবা থানার বড়গাছী ইউনিয়নের তেকাটাপাড়ায় বলে জানা গেছে। স্বর্নালীর মা রুমা বেগম বলেন জন্ম থেকে তার মেয়ের এই সমস্যা।
খবর২৪ ঘন্টা/ওফ/নই