নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি থাকবেন রাবির ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.
জান্নাতুল ফেরদৌস ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক প্রফেসর হাসিবুল আলম প্রধান।
অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন, কারেন্ট নিউজ’র নির্বাহী সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম ও কারেন্ট নিউজ’র সহ সম্পাদক ও টিভি বিতার্কিক এস এ আর ছিবগাতুল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হবে। গোল্ড বাংলাদেশের আয়োজনে ও কারেন্ট নিউজ’র সহযোগিতায় এ নবীনবরণ অনুষ্ঠিত হবে।
খবর২৪ঘণ্টা/এমকে