রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, এমপি দুইদিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার রাজশাহী আসবেন। তিনি শুক্রবার বিমানযোগে সকাল ১০ টা ৪০ মিনিটে রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এদিন তিনি রাজশাহী পৌঁছে স্টেশন ও রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। জুমআর নামাজ আদায় শেষে স্পেশাল ট্রেনযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর যাবেন এবং রহনপুর রেলওয়ে স্টেশন
পরিদর্শন করবেন। পরে রাজশাহী কোর্ট স্টেশনে এসে স্টেশন পরিদর্শন করবেন।
পরদিন শনিবার মন্ত্রী রাজশাহী মনিবাজার নানকিং দরবার হলে আদর্শ রেলওয়ে স্টেশন ও সার্বিক যাত্রী সেবার মান উন্নয়নে ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগীতায় রেলওয়ে স্টেশনে পাবলিক টয়লেট নির্মাণ/সংস্কারসহ ওয়াশ ব্যবস্থাপনা উন্নয়ন এবং পারস্পরিক শিখন বিষয়ক কর্মশালা’র উদ্বোধন করবেন।
এদিনই মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।
এস/আর