খবর ২৪ ঘণ্টা ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল মির্জাচরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন দু’জন। নিহতরা হলেন-ওই গ্রামের ইকবাল হোসেন (৩০) ও আমানউল্লাহ (২৭)। এতে আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার ভোরে মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ছেলে ফারুক ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফর হোসেন জানান, আহত সবাই চেয়ারম্যান জাফর ইকবালের সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন