রাজশাহীর পুঠিয়ায় আওয়ামীলীগ নেতার মারধরে জীবন বাঁচাতে শৌচাগারে গিয়ে আত্মরক্ষার অভিযোগ উঠেছে। বিড়ালদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান আলী এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বিরুদ্ধে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল এগারোটার দিকে ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। জীবন বাঁচাতে শৌচাগারের দরজা বন্ধ করে ৯৯৯ তে ফোন দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী কোরবান আলী জানান, সোমবার হঠাৎ সকাল এগারোটার দিকে দলবল নিয়ে আমার অফিসে প্রবেশ করেন আব্দুস সামাদ। এরপর আমাকে একটি সাদা কাগজে স্বাক্ষর দিতে নির্দেশ দেন তিনি। আমি অস্বীকার করলে আমার ওপর চড়াও হন তারা। এসময় জীবন বাঁচাতে শৌচাগারে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে পুলিশের সহযোগিতায় উদ্ধার হই।
এদিকে আব্দুস সামাদ জানান, তার বিরুদ্ধে করা এসব অভিযোগ সত্য নয়। বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়েছে দুই মাস আগে। সেটা নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম সেখানে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ প্রধান শিক্ষক কোরবান আলীকে উদ্ধার করে। এবিষয়ে একটি অভিযোগ করেছেন ওই শিক্ষক।
বিএ/