খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকাল ১০টার দিকে আইভীকে দেখতে হাসপাতালে যান তিনি। এ সময় তিনি কিছুক্ষণ তার পাশে অবস্থান করেন। শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
আইভীকে দেখে এসে সাংবাদিকদের কাদের বলেন, অ্যাপারেন্টলি লুকস গুড। আমি নিজে তার সঙ্গে কথা বলেছি। ব্যথা পেয়ে পড়ে গিয়েছিল এই খবরটা সত্য না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল। তিনি আরো বলেন, আইভী পায়ে ইটের একটি আঘাত পেয়েছিলেন, সেটা আমাকে দেখিয়েছেন।
ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক বরেন চক্রবর্তী বলেন, আইভীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। উনার ব্রেইনে হ্যামারেজ হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগরীর ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার সেলিনা হায়াত আইভী ও শামীম ওসমানের সমর্থকদের সংঘর্ষে চাষাঢ়া রণক্ষেত্রে রূপ নেয়। এতে আইভীসহ আহত হন অর্ধশতাধিক। পায়ে আঘাত পান আইভী। এছাড়া দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময় চলে।
বুধবার নগর ভবনে সংবাদ সম্মেলনে আইভী দাবি করেন,তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা হয়েছিল এবং এর পেছনে ছিলেন সাংসদ শামীম ওসমান।
অন্যদিকে চাষাঢ়া রাইফেল ক্লাবে সংবাদ সম্মেলন করে নগর আওয়ামী লীগের নেতা শামীম দাবি করেন,ওই সংঘর্ষ ছিল সিটি কর্পোরেশনের সঙ্গে হকারদের। তার সঙ্গে আইভীর ব্যক্তিগত বিরোধ নেই।
খবর২৪ঘণ্টা.কম/জন