ঢাকাশনিবার , ১৫ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে টানা পঞ্চম হার দিল্লির

স্পোর্টস ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

আইপিএলের এবারের আসরের শুরুটা যেন ভুলে যেতেই চাইবে দিল্লি ক্যাপিটালস। জয় নামক শব্দটা ধরা দিচ্ছে না ঋষভ পন্থহীন দলটিকে।

নিজেদের টানা চতুর্থ ম্যাচ হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল ডেভিড ওয়ার্নারের দল। আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। বিরাট কোহলির অর্ধশতকে ক্যাপিটালসকে ১৭৫ রানের লক্ষ্য দেয় ব্যাঙ্গালুরু।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে দাঁড়াতেই পারেনি মুস্তাফিজুর রহমানরা। আরসিবি পেসারদের তোপে ১৫১ রানে থামে দিল্লি। আর তাতেই ২৩ রানে এবারের আসরের দ্বিতীয় জয় তুলে নেয় ফাফ ডু প্লেসির দল।

আইপিএলের ১৬তম আসরে আজকের ম্যাচটি মুস্তাফিজের দ্বিতীয় ম্যাচ ছিল। প্রথম ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স না করতে পারলেও বাঁহাতি এই পেসারের উপর ভরসা রেখেছিল টিম ম্যানেজম্যান্ট। কিন্তু ব্যাঙ্গালুরুর বিপক্ষে যেন রঙহীন টাইগার পেসার। দিল্লি ক্যাপিটালস আগে বোলিং করার সিদ্ধান্ত শুরুতেই ভুল প্রমাণ করেন আরিসিবির ওপেনাররা।

শুরুতেই আরসিবি ওপেনাররা উড়ন্ত সূচনা এনে দেন। তবে ইনিংসের পঞ্চম ওভারে মিচেল মার্শের বলে সাজঘরে ফিরেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক। তবে এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি।

৩৪ বলে অর্ধশতক পূরণ করেন ভারতের সাবেক অধিনায়ক। তবে ১১তম ওভারে কোহলি ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ব্যাঙ্গালুরু। শেষ দিকে ম্যাক্সওয়েল ও শাহবাজ আহমেদের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রানের সংগ্রহ পায় রয়েল চ্যালেঞ্জার্স।

টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৪১ রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি।

বএি/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।