খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আজ ৭ম ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ এবং মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ানস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। আসরের ৬ষ্ঠ দিনেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের দুই তারকার।
চলতি আসরের উদ্বোধনী ম্যাচেই মুম্বাইয়ের হয়ে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। তবে প্রথম ম্যাচে কাটার মাস্টারের পারফর্মেন্স আশানুরূপ ছিল না। ৩.৫ ওভার বল করে ১০.১৭ ইকনোমিতে দিয়েছিলেন ৩৯ রান। তুলে নিয়েছিলেন ১ উইকেট। ম্যাচটি হেরেছিল মুম্বাই। দলটিকে এমনিতেই পেস তারকাদের ছড়াছড়ি। তাই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ একাদশে থাকবে কিনা তাতে সন্দেহ আছে।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আল হাসান প্রথম ম্যাচ থেকেই উজ্জ্বল। দুই বছর নির্বাসন শেষে ফেরা রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করেন তিনি। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ২৪ বল হাতে রেখেই তার দল জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। তাই সাকিবের আজ একাদশে না থাকার কোনো কারণ নেই। এবার শুধু অপেক্ষার পালা।
খবর২৪ঘণ্টা.কম/রখ