খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসোর এখন পর্যন্ত কোনো ম্যাচ সেরার পুরস্কার ঘরে তুলতে পারেননি সাকিব আল হাসান। যদিও দুটি ম্যাচের পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে দুর্ভাগ্য যে ভালো খেলেও পুরস্কার হাতে তুলতে পারেননি তিনি।
তবে, পুরস্কার না পেলেও এই মুহূর্তে আইপিএলের সেরা খেলোয়াড়দের তালিকায় দশম স্থানে সাকিব। সেরা বিদেশি খেলোয়াড়দের ছোট্ট তালিকায় চতুর্থ! একজন খেলোয়াড়ের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং নিয়ে এই তালিকা করা হয়েছে। যেখানে সাকিবের পয়েন্ট ১৬২।
আইপিএলের নিলামে কোটি কোটি টাকা দিয়ে কেনা কেবল তিনজন খেলোয়াড় রয়েছেন সাকিবের ওপরে। সুনীল নারাইন, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল। অথচ এবারের আইপিএলে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ রুপি দামে বিক্রি হওয়া বেন স্টোকসের পয়েন্ট ১০৬ এবং তালিকায় ৩৭ নম্বরে অবস্থান করছেন এই ইংলিশ অলরাউন্ডার।
খবর২৪ঘণ্টা.কম/নজ