1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অর্থমন্ত্রীর গাড়িচাপায় সাবেক এমপিসহ ৩০ মুসল্লি আহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

অর্থমন্ত্রীর গাড়িচাপায় সাবেক এমপিসহ ৩০ মুসল্লি আহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটে জুমার নামাজ শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গাড়ি ব্রেকফেল হয়ে একটি মসজিদের সামনে উপস্থিত মুসল্লিদের চাপা দেয়। এতে আওয়ামী লীগের সাবেক এক এমপিসহ অন্তত ৩০ জন মুসল্লি আহত হয়েছেন। ওই মুসল্লিরা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করছিলেন। মন্ত্রীও তাদের সঙ্গে দাঁড়িয়ে হাত মিলিয়ে কুশল বিনিময় করছিলেন। তবে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অর্থমন্ত্রী।

সিলেট নগরের রায়নগর সোনারপাড়া জামে মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজ শেষে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল এ খবর নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘জুমার নামাজ শেষে অর্থমন্ত্রীর সঙ্গে মুসল্লিরা সাক্ষাত করছিলেন। তখন মসজিদের পাশের একটি মাঠ থেকে মন্ত্রীর ব্যবহৃত গাড়িটি চালক এদিকে আনছিলেন। সে সময় গাড়িটি ব্রেকফেল করে মুসল্লিদেরকে ধাক্কা দেয়। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন।’

আব্দুর রহমান জামিল বলেন, ‘তবে অর্থমন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। পড়ে গিয়ে কিছুটা আঘাত পেয়েছেন তিনি।’

আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহতরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ অন্তত ৩০জন।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ তিনি জানিয়েছেন হঠাৎ করে গাড়ি ব্রেকফেল করেছে। যার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST