খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: ভারতের কর্নাটকে কথিত অবৈধ বাংলাদেশী ইস্যু প্রকট আকার ধারণ করতে যাচ্ছে। সেখানে বসবাসরত কথিত অবৈধ বাংলাদেশীদের অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানার দাবিতে জনস্বার্থে আবেদন করা হয়েছে আদালতে। এর শুনানিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে তাদের জবাব চেয়েছে কর্নাটক হাইকোর্ট। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
এতে আরো বলা হয়, জনস্বার্থে ব্যাঙ্গালোরের আইনজীবী কেবি বিজয় কুমার ওই আবেদন করেছেন। তার শুনানি হয় প্রধান বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা’র সভাপতিত্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে। আবেদনকারী দাবি করেছেন, ভারতে প্রচুর বাংলাদেশীর অনুপ্রবেশ ঘটেছে। বিশেষ করে ব্যাঙ্গালোর শহরে তাদের সংখ্যা বেশি।
এসব মানুষ কোনো চেক ছাড়াই প্রবেশ করেছে। তারা স্থানীয় লোকজনের জন্য সামাজিকতায় হুমকি হয়ে উঠেছে। একই ঘটনা ঘটছে পুরো ভারতে। তাই তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন, এসব কথিত অবৈধ বাংলাদেশীদের সনাক্ত করে তাদের ডাটা সংগ্রহ করতে পুলিশের প্রতি নির্দেশনা দিতে এবং পরে তাদেরকে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের অধীনে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশনা দিতেও আদালতের কাছে আবেদর করেছেন।
খবর ২৪ঘণ্টা/ জেএন