ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

admin
নভেম্বর ৩০, ২০১৭ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ব্যুরো প্রতিনিধি ; চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানুষ। আজ দুপুরের দিকে বালুগ্রাম গুজরঘাট এলাকায় মহানন্দা নদীর পাড়ে মানববন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।

ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম ও ওয়ার্ড সদস্য মো. আব্দুল মতিন। বক্তাগণ বলেন, সরকার নির্ধারিত বালু মহল না হলেও কতিপয় ব্যক্তি মহানন্দা নদীর বালিয়াডাঙ্গা এলাকায় ড্রেজিং মেশিণ বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে করে এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে এবং নদী তীরবর্তী এলাকা বসে গিয়ে বড় বড় খালের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।