1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অবশেষে রেস থ্রি’- ময়দানে নামল (ভিডিওসহ) - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

অবশেষে রেস থ্রি’- ময়দানে নামল (ভিডিওসহ)

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: অবশেষে রেসের ময়দানে নামল সিকান্দর৷ সঙ্গে রয়েছে তাঁর পুরো পরিবার৷ মুক্তি পেল বহু প্রতিক্ষিত ছবি ‘রেস থ্রি’-এর অফিসিয়াল ট্রেলার৷ ৩ মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিও ক্লিপের শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে পাওয়ার প্যাকড পারফর্মেন্স এবং সালমান খানের উপস্থিতি৷ ৪ ঘন্টা আগে মুক্তিপ্রাপ্ত এই ট্রেলার ইতিমধ্যে দেখে ফেলেছেন ১.৭ মিলিয়ন মানুষ৷

ট্রেলার লঞ্চের পর থেকেই রেকর্ড ভাঙতে শুরু করে দিয়েছে সালমান খানের আসন্ন এই ছবিটি৷ হিন্দি ছবির মধ্যে ইউটিউবে এখন পর্যন্ত সবথেকে কম সময়ে বেশী সংখ্যক মানুষ দেখে ফেলেছে ট্রেলারটি৷ অবশ্যই এর ক্রেডিট পুরোটাই সালমান খানের৷ তবে কমেন্ট বক্সে ভরে গেছে মিশ্র প্রতিক্রিয়ায়৷ অনেকেই কিন্তু সন্তুষ্ট হয়নি ‘রেস থ্রি’-র ট্রেলার দেখে৷ তাঁদের মতে রেস ফ্রেঞ্চাইজির বাকি দুটো সিরিজের সেই স্বাদটা পাচ্ছেন না এটা দেখে৷

ক্লিপটিতে দাবাং খানের আর পাঁচটা অ্যাকশন মুভির মতো মারামারির দৃশ্য থাকলেও সেই ঝাক্কাস ডায়লগ যেমন নেই তেমনই জমাটি কার সিকোয়েন্সও নেই৷ ফলে সঈফ আলি খান পরিবর্তে ভাইজানের এপিয়ারেন্সও হতাশ করেছে অনেককে৷ অন্যদিকে আবার ভিএফএক্স-এও সেরকম আহামরি কিছুই পেলেন না দর্শকরা৷

তবে সবকিছুকে ছাপিয়ে গেছে আর একটা বিষয়৷ অনেকেই বলছেন রেস থ্রি-তে নাকি রয়েছে হলিউড ছবি ‘ফার্স্ট এন্ড দ্য ফিউরিয়াস’-এর চিত্রনাট্যের ছোঁয়া৷ রয়েছে সেই ‘ফ্যামিলি’৷ তবে অবশ্যই এখানে দেশী টাচ তো থাকবেই৷ যা নিয়ে রীতিমতো ট্রোলিংও শুরু হয়ে গিয়েছে৷ যদিও কাস্টিংয়ের পাশাপাশি পরিবর্তন হয়েছে পরিচালকের মুখও৷ এ ছবিটি নির্দেশনা করছেন রেমো ডি’সুজা৷

তবে এইটুকু ট্রেলারই তো আর শেষ কথা নয়৷ এখনও বাকি পুরো ছবিটা৷ সালমান খান, অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, ববি দেওল, ডেইজি সাহ এবং সাকিব সালিম অভিনীত এই রেসের থার্ড ইনস্টলমেন্ট মুক্তি পাবে ১৫ই জুন৷ তখনই বিচার করা ভালো কোনটা ঠিক এবং কোনটা ভুল৷ যদিও ভাইজান ভক্তরা কিন্তু বেজায় খুশী ট্রেলারটি দেখে৷

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST