1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অধিনায়ক সাকিবের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ পাপন! - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০:৫৭ অপরাহ্ন

অধিনায়ক সাকিবের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ পাপন!

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৭ জুন, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কআফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচের পর থেকেই প্রশ্নের মুখে পড়ে গেছে সাকিব আল হাসানের অধিনায়কত্ব। প্রথম ম্যাচে বোলিং সাজানো, অমনযোগিতা আর পর পর দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারতে হয়েছে টাইগারদের। আজ শেষ ম্যাচ হারলেই হোয়াইটওয়াশ! গত দুই ম্যাচে মাঠে সক্রিয় নেতৃত্বে দেখায যায়নি সদ্য আইপিএলে দারুণ পারফর্মেন্স করে আসা সাকিবকে। তার নেতৃত্ব নিয়ে বেজায় চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে সিরিজ হারে হতাশা প্রকাশ করে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি সত্যিই খুব হতাশ। এই দলটিই ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে সবগুলো ম্যাচ হেরেছে! আমার মনে হয়, ড্রেসিংরুমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার লোক নেই। তারা গত কয়েক বছরে যেসব নিয়মনীতি ওরা শিখেছে, তা যেন সবাই ভুলে গেছে। তারা এখন এত বেশি স্বাধীনতা উপভোগ করছে যে, এটাই তাদের মানসিকতা বদলে দিয়েছে!’

ক্রিকেটীয় বিষয় নিয়ে মাথা ঘামানো কিংবা ড্রেসিংরুম নিয়ে কথা বলা নাজমুল হাসানের এটাই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার কাছে হোম সিরিজ হারের পর তিনি বলেছিলেন, ‘পরিকল্পনা এবং কৌশলের ঘাটতি, মানসিক শক্তি এবং টিম ওয়ার্কের অভাবেই এই পরাজয় ঘটেছে। এরপর নিদাহাস ট্রফির প্রথম ম্যাচ হারের পর ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশকে সমালোনা করে বলেছিলেন, তিনি নাকি ব্যাটিং পরিকল্পনা দিতে ব্যর্থ। পরের ম্যাচ জিতলে ব্যাটিং সাজানোর ক্রেডিট নিজেই নিয়েছিলেন!

দেরাদুনে টি-টোয়েন্টি সিরিজ হারের পর অধিনায়ক সাকিবের ওপর ক্ষিপ্ত পাপন বলেন, ‘তার ক্যাপ্টেন্স নিয়ে সবসময় প্রশ্নের অবকাশ আছে। আমি তাকে প্রথম ম্যাচ হারের পর প্রশ্নও করেছিলাম। তবে দ্বিতীয় ম্যাচ হারের পর কাউকে কিছু বলিনি। ক্রিকেটারদের ড্রেসিংরুমে সম্ভবত একটি পরিবর্তন এসেছে। একজন প্রধান কোচ ছাড়া খেলোয়াড়েরা সবাই গত কয়েক বছরের শিক্ষা ভুলে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি কোনোমতেই বুঝতে পারি না যে, ওরা কেন উইকেট ছুড়ে দিয়ে আসে? মুশফিকুর, রিয়াদ এমনকী তামিম- সবাই নিজেদের উইকেটটা উপহার দিয়েছে! এতে আর নতুন করে বোঝার বার উপলব্ধির কিছু নেই। তারা কি আমাকে বোঝাতে পারবে যে, কোনো নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছিল?’

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST