সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

অধিদফতরে উন্নীত হলো বস্ত্র পরিদফতর

R khan
ডিসেম্বর ২৮, ২০১৭ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্ত বস্ত্র পরিদফতরকে অধিদফতরে উন্নীত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর বুধবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জরি করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, বস্ত্র শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও বিকাশে এ পরিদফতরটিকে অধিদফতরে রূপান্তর করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অধিদফতরে উন্নীত হওয়ায় মহাপরিচালকের একটি ও পরিচালকের ৩টি পদসহ মোট ৮৩টি নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন ৩টি জেলায় (নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী) নতুন শাখা অফিস খোলা হবে।

এর ফলে বিকেন্দ্রীয়করণের মাধ্যমে বস্ত্র অধিদফতরের কাজের গতি আসবে বলেও মনে করছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।