নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে রাজশাহী আসার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব হারিয়েছে
আব্দুল কাদের (৪০) নামের এক আনসার সদস্য। অজ্ঞান অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নওগাঁ জেলার মান্দা থানার কালিকাপুর গ্রামের কাইয়ুমের ছেলে।
রামেক হাসপাতাল আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মাহফুজুর রহমান জানান,
গত রাতে তিনি ঢাকা থেকে রাজশাহী আসার জন্য হানিফ পরিবহনের বাসে উঠেন।
পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে আজ্ঞান করে কাছে সাড়ে ৩ হাজার টাকা ও মোবাইল
নিয়ে চলে যায়। পরে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর পুলিশ তাকে
হাসপাতালে নিয়ে এসে পিসি মাহফুজুর রহমানের জিম্মায় দেন। পরে পিসি তাকে
হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেন। বর্তমানে তিনি
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর২৪ঘণ্টা/এমকে